বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার পদ্মবিলায় রবিউল আলম (৬৪) নামে এক ব্যবসায়ীকে মারপিট করে কোরবানির পশু কেনার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার ১২দিন পর কোতোয়ালি থানায় তিন ভাইকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী রবিউল আলম।

আসামিরা হলেন, পদ্মবিলা গ্রামের জাহিদ হোসেন, রফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম ।
এজাহারে রবিউল ইসলাম উল্লেখ করেছেন, তিনি শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় বসবাস করেন। পদ্মবিলা এলাকায় তার একটি মাছের ভেড়ি আছে। গত ১২ জুন ভোরে তিনি ওই ভেড়ি দেখাশুনা করতে গিয়েছিলেন।

ভোর সাড়ে ৫টার দিকে পদ্মবিলা রাস্তার কাছে পৌছানো মাত্র আসামিরা তার প্রাইভেটকারের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ি থেকে নামিয়ে কচাগাছ কাটার অভিযোগে হুমকি দিতে থাকে। অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে। তিনি গালি দিতে নিশেধ করলে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করে। চড় থাপ্পড় মারে।

এ সময় তার কাছে থাকা কোরবানির পশু কেনার জন্য থাকা এক লাখ ২৫ হাজার টাকা কেড়ে নেয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ গত রোববার তা মামলা হিসাবে রেকর্ড করে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version