বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির চত্বরে কম্বল বিতরণ করা হয়। জেলার অসহায়, হতদরিদ্র ও গরিব শীতার্ত পরিবারের মানুষের মাঝে ৪শ’ পিস কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য  ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ইউনিট লেভেল অফিসার মোক্তার  হোসেন, হুমায়ন কবির, যুব সদস্য ইসমাইল হোসেন, ইমামুল হাসান, ফারহানা আহমেদ, রবিন হাসান সেতু, মিজান, শুভ, বনি কাকন প্রমুখ।

Share.
Exit mobile version