বিবি প্রতিবেদক
বিশ্বমানের পোশাকের বিপুল সম্ভার নিয়ে যশোরে যাত্রা শুরু করেছে স্বনামধন্য তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান স্পার্ক গিয়ার লিমিটেড। গতকাল সকালে শহরের মুজিব সড়কে প্রতিষ্ঠানটির পঞ্চদশ শাখার উদ্বোধন করেন যশোর উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি তনুজা রহমান মায়া ও একমি ল্যাবরেটরি লিমিটেডের ডিপো ম্যানেজার মহিদুল ইসলাম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, স্পার্ক গিয়ার লিমিটেডের সিনিয়র ম্যানেজার (অপারেশন) আব্দুর রউফ, ব্রাঞ্চ ইনচার্জ রাজিব কর্মকারসহ অন্যান্যরা।
উদ্বোধন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ৩০ ভাগ মূল্য ছাড়ে শোরুমটিতে সকল পণ্য ক্রয়ের সুযোগ থাকছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন গ্রাহক সেবা নিশ্চিতকরণ ও ক্রেতাসাধারণের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য বলে ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version