নিজস্ব প্রতিবেদক
যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম রেজাকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত সদরের দেয়াড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিছুর রহমানের ড্রাইভার সাগরের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সদরের বাজেদুর্গাপুর গ্রামে।
স্থানীয়রা জানান, নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদের হয়ে নির্বাচনে কাজ করছেন দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম রেজা। অন্যদিকে, আনিছুর রহমান ঈগলের প্রার্থী মোহিত কুমার নাথের হয়ে কাজ করেছেন। ওই দিন দুপুরে বাজেদুর্গাপুর গ্রামে চেয়ারম্যান আনিছুর রহমানকে নিয়ে আসেন স্থানীয়রা। এসময় ড্রাইভার সাগর তার পুরাতন আক্রশে সেলিম রেজার কাছে যেয়ে নৌকার পক্ষে কাজ করায় তাকে কটাক্ষ করে কথা বলতে থাকেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয় এবং সাগর তাকে মারধোর করে। স্থানীয়রা ধাওয়া দিয়ে সাগরকে আটক করে রাখে। পরে চেয়ারম্যান আনিছুর রহমান গিয়ে তাদেরকে সঠিক বিচারের আশ^াস দেয়। বিক্ষুব্ধ জনতার দাবিতে সাগর তাদের কাছে ক্ষমা চেয়ে রক্ষা পায়। পরবর্ত্তীতে সেলিম রেজাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, নৌকার প্রার্থী সদর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ এ খবর শুনে হাসপাতালে সেলিম রেজাকে দেখতে যান। এসময় তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে অভিযুক্ত সাগর জানান, তাকে ফাঁসানো হয়েছে। তারপরও সে তাদের কাছে মাফ চেয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তা মেনে নিয়েছেন বলে তিনি জানান। চেয়ারম্যান আনিছুর রহমান জানান, রাজনৈতিক আক্রশে তার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে স্বার্থ হাচিল করছে এক শ্রেণীর মানুষ। মিথ্যা ছড়িয়ে মাঠে টিকে থাকা যায় না। তিনি বলেন, দল থেকে স্বতন্ত্র ভোট করতে বাঁধা নিষেধ নেই। সেজন্য ভোটকে উৎসবমুখর করতে এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে নেতাকর্মীদের নিয়ে ঈগল মার্কার পক্ষে ভোট করছি।
শিরোনাম:
- ঘুসের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে
- যশোরে খালেদা জিয়ার রুহের মাগফেরা কামনায় জমিয়াতুল মোদার্রেছীনের দোয়া
- বেগম খালেদা জিয়া জনকল্যাণে আত্মনিয়োগ করেছিলেন : অমিত
- জামিনে বেরিয়ে মাদ্রাসা শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগ
- যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যার ঘটনায় মূল শুটার ত্রিদিব চক্রবর্তী আটক
- ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
- বেনাপোলে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- যশোরে প্রাথমিক শিক্ষা অফিসার আলমের মুক্তির দাবিতে মানববন্ধন

