বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরতলীর উপশহর এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে এক বাড়িতে হামলা করে নাসরিন আক্তার (৫০) নামে এক নারীকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।

 

রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নং বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত নাসরিন আক্তার জাতীয়তাবাদী মহিলা দলের ৫ নং উপশহর ইউনিয়নের নেত্রী।

গুলিবিদ্ধ নাসরিন আক্তার এবং তার স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নাসিরন আক্তারের বাড়ির সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে তার দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে। এ সময় নাসরিন আক্তার পেটের ডান পাশে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, গুলিবিদ্ধ নাসরিন আক্তারের দুই ছেলে মো. রুবেল (৩৫) উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং মো. রুপম (৩২) একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আহতের স্বজনদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা চালায়।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরএমও বজলুর রশিদ টুলু জানান, গুলিবিদ্ধ নাসরিন আক্তার আশংকামুক্ত।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, উপশহরে নাসরিন আক্তার গুলিবিদ্ধের ঘটনা আমি শুনেছি। আমার কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।

##

 

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version