বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা জামায়াতের কার্যালয়ে জেলা ও ঝিকরগাছ-চৌগাছা উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে মতবিনিময় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম ও চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version