রাজগঞ্জ প্রতিনিধি

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে বসন্তের শুরুতেই আম গাছে মুকুল আসতে শুরু করেছে।
উপজেলার নেংগুড়াহাট অঞ্চলে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, অনেক আম গাছে আসতে শুরু করেছে।

এই মুকুলে আম চাষিদের মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে। তবে আগাম মুকুল দেখে আম চাষিরা খানিকটা শংকায়ও রয়েছেন তাদের মাতে আগাম আমের মুকুল আসা ভালো নয়। কারণ এখন ঘন কুয়াশা পড়লে গাছে আগে ভাগে আসা মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে। যা ফলনেও প্রভাব ফেলতে পারে। তবে লাভ-ক্ষতি পরে হলেও গাছে গাছে মৌমাছির গুঞ্জন শুরু হয়ে গেছে। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে মৌমাছিদের। গাছের প্রতিটি শাখা-প্রশাখায় তাই চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা,শীতে স্নিগ্ধতার মধ্যেই শোভা ছড়াচ্ছে মুকুল।

নেংগুড়াহাট এলাকার আম চাষি আলী আজম বলেন, এলাকায় বর্তমানে কিছু গাছ আমের মুকুলে ভরে গেছে। কিছু গাছে মুকুল আসা শুরু করেছে। রাজগঞ্জ ভ্রামম্যান ফল ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, প্রকৃতিতে এসেছে ভিন্নতা এরই মাঝে আগেভাগেই কিছু গাছে আমের মুকুল এসেছে। মণিরামপুর উপজেলার চালুুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, এখন আম গাছে আগাম মুকুল এসেছে। শীতে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয় না। মূল ক্ষতি করে কুয়াশা এ কারণে মুকুল রক্ষায় চাষিদের গাছ পরিচর্যায় গুরুত্ব ও পরামর্শ দেয়া হচ্ছে। কুয়াশার কারণে এক ধরনের ফাঙ্গাস সৃষ্টি হয়। তাতে মুকুল ক্ষতিগ্রস্ত হয়, তাই নিয়মিত স্প্রে করতে বলা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version