বাংলা ভোর প্রতিবেদক
বাড়তি মূল্য সংযোজন কর-ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যশোর শাখা। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে সামনে মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক নাজিবুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন মালিক সমিতির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সারা দেশে ৪ লাখ ৮৫ হাজার রেস্টুরেন্ট রয়েছে। এর সাথে প্রায় ২ কোটি মানুষ এই সেক্টরের সাথে জড়িত। যশোরে এ সমিতির সদস্য রয়েছে ৩৩ জন আর রেস্টুরেন্ট রয়েছে একশটি। এ খাতে প্রত্যক্ষভাবে দুই হাজার লোক জড়িত। রেস্তোরাঁ ব্যবসার ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া সম্পূরক শুল্ক (এসডি) নামে আরও একটি ১০ শতাংশ কর আগে থেকেই আছে। অর্থাৎ ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ যোগ করা হলে ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হবে। গুলশান ও বনানীর মানুষেরা এই ভ্যাট দিতে পারেন, কিন্তু যশোরসহ শহরতলীর সাধারণ মানুষের পক্ষে এটা দেয়া সম্ভব নয়। যার ফলে যশোরের মত শহরে এ ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে উঠেছে। তাই যশোরের ব্যবসায়ীরা অবিলম্বে এ ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

সমিতির নেতৃবৃন্দ বলেন, দেশে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে ভোক্তার কাছ থেকে কোনো ভাবেই ২৫ শতাংশ কর আদায় করা সম্ভব নয়। ইচ্ছা করলেও খাবারের দাম বাড়ানো যায় না। তাতে ব্যবসা কমবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলসান, যুগ্ম সম্পাদক রানা চৌধুরী, সাজু খাদেম, আহসান কবির মামুন, হৃদয়, মনিরসহ যশোরের সকল রেস্টুরেন্টের মালিক ও শ্রমিকরা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version