বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল শহরের দড়াটানা চত্বরে এই জাগরণ যাত্রায় সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস পার হতে চলল, অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো খবর নেই, বরং লাগামহীন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা।

নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক অপশক্তির দাবির কাছে সরকার নতজানু হচ্ছে। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এসব অপশক্তি দাপট দেখাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে এরা জেঁকে বসছে। অনেক জায়গায় এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার জায়গা করে নিচ্ছে। জনজীবনের শান্তি ফিরে আসেনি।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে অর্থবহ আলোচনা করে গণতান্ত্রিক রূপান্তরের জন্য কতক প্রাতিষ্ঠানিক সংস্কারের রূপরেখা তৈরি ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের আলোচনা শুরু এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। জাগরণ যাত্রা সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন।

বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহুল আমীন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সম্পাদক আমিনুর রহমান হীরু, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, সিপিবি যশোর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা প্রমুখ।

Share.
Exit mobile version