শ্যামনগর সংবাদদাতা

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী কর্তৃক ষড়যন্ত্রমূলক মামলা থেকে রক্ষা পেতে এবং সরকারি খাস জমিতে এলাকার যুবকদের খেলার মাঠ দখলমুক্ত রাখার দাবিতে এলাকার যুব সংগঠন টেংরাখালী যুব কল্যাণ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

বুধবার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন দুপুর ১ টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন- অত্র এলাকা সুন্দরবন সংলগ্ন নিম্ন এলাকা হওয়ায় নদীর জোয়ারের পানিতে সবসময় প্লাবিত হয়। এ প্লাবিত খাস জায়গায় একটি জায়গা এলাকার যুবকরা খেলার মাঠ হিসাবে ব্যবহার করে। এলাকার মানুষ অতি দরিদ্র হওয়ায় মাঠ সংস্কার হয় না।

এলাকার যুব সমাজ মাঠ সংস্কারের উদ্যোগ নিলে উক্ত আব্দুল বারী বাদী হয়ে আদালতে পিটিশন মামলা করে। যেখানে তাদেরকে আসামি করা হয়।

তিনি আরও বলেন বিগত সরকারের আমলে উক্ত বারী ডবল মার্ডার মামলাসহ নাশকতা মামলার বাদী হওয়ায় এলাকার সহজ-সরল, নিরীহ ব্যক্তিদের মামলায় জড়িয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং মাদার নদীর চর বন্দোবস্ত দেয়ার কথা বলে ভূমিহীন ব্যক্তিদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি মাঠটি যুব সংগঠনের পক্ষে রাখার এবং মামলা থেকে রেহায় পেতে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version