বেনাপোল সংবাদদাতা

স্যার না বলায় সাংবাদিককে তথ্য না দিয়ে অশোভন ব্যবহার করে রুম থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দৈনিক সকালের সময় ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার শার্শা প্রতিনিধি ভুক্তভোগী সাংবাদিক সুমন হোসাইন জানান, বেনাপোল স্থলবন্দরের অনিয়ম ও অব্যবস্থপনা বিষয়ে বক্তব্য নিতে ৭ জুলাই দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত পরিচালকের কক্ষে প্রবেশ করলে পরিচালক রেজাউল করিম তাদের পরিচয় জানতে চান। এ সময় করিম সাংবাদিক সুমনকে স্যার বলে সম্বোধন করে কথা বলতে বলেন। তিনি বলেন স্যার ডাকলে তথ্য দিবো না হলে চলে যেতে পারেন। এমনকি আপনার যা মনে চাই তাই লিখতে পারেন। এ সময় তার সাথে থাকা সহযোগী সাংবাদিক মেহেদী মাসুদ শাকিল বন্দর পরিচালকের অশোভন আচরণ মোবাইল ফোনে রেকর্ড করেন।

অভিযোগ বিষয়ে জানতে বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম গতকাল সাংবাদিক সুমনের সাক্ষাৎকারের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, স্যার ডাকা নিয়ে তার সাথে আমার কোন কথা হয়নি। আমি ফেসবুক পোস্টে বিষয়টি দেখেছি। আমি তাকে বলেছি আপনি যাচাই বাছাই না করে মনগড়া কথা লিখতে পারেন না। তথ্য দিতে অনীহা প্রকাশের কারণ জানতে চাইলে তিনি বলেন অনেক সাংবাদিককেই তো তথ্য দিই।

বেনাপোল বন্দর পরিচালকের এমন অশোভন আচরনের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান। তিনি বলেন একজন দায়িত্বশীল কর্মকর্তার এহেন আচরণ কখনোই কাম্য নয়।

উল্লেখ্য, বেনাপোল স্থল বন্দরে সাম্প্রতিক সময়ে অনিয়ম অব্যবস্থপনার মাত্রা তীব্র হয়ে উঠেছে। যা নিয়ে ইতিমধ্যে একাধিক পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে খবর প্রকাশ হয়েছে। খোদ পরিচালক রেজাউল করিমের নামে দুদকে থাকা একাধিক মামলা ও অনিয়ম নিয়ে খবর প্রকাশ হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version