অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে নয়াগণতান্ত্রিক গণমোর্চা যশোর জেলা শাখা নেদতৃবৃন্দ।
শুক্রবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেন-এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন খবির শিকদার। এ সময় উপস্থিত ছিলেন সুমাইয়া শিকদার ইলা, সুরাইয়া শিকদার এশা, আরিফা আক্তার, রায়হান রশিদ আবির ও নয়ন আহমেদ।
এ সময় নেতৃবৃন্দ কমরেড অমল সেনের বিপ্লবী জীবন, তেভাগা আন্দোলনে তাঁর ঐতিহাসিক নেতৃত্ব, মুক্তিযুদ্ধে তাঁর সংগঠক ভূমিকা এবং আজীবন শ্রেণিসংগ্রামের প্রশ্নে আপসহীন রাজনৈতিক অবস্থানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি
