বাংলার ভোর প্রতিবেদক

আগস্ট বিপ্লবোত্তর জনগণের দায় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্তরে প্রচ্যসংঘ যশোর আয়োজিত আলোচনা সভায় একক বক্তা ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান।

প্রতি সপ্তাহের ধারাবাহিক এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাচ্য সংঘ সুপ্রিম কাউন্সিলের মেম্বার আখতার ইকবাল টিয়া। এই সময় প্রচ্য সাহিত্য সংঘের পরিচালক সেলিম রেজা, সাহিত্য সম্পাদক তরিকুল ইসলাম তারেক এবং শেষে বক্তব্য রাখেন প্রাচ্য সংঘ যশোরের পরিচালনা কমিটির সভাপতি কাসেদুজ্জামান সেলিম। গতানুগতিক আলোচনা বা গুরুগম্ভীর সেমিনার নয়।

এদিন একক বক্তা বেনজিন খান ৪০ মিনিটের বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ ইতিহাস ভিত্তিক তথ্যবহুল বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে অর্জিত সরকারকে বিপ্লবী সরকার আখ্যায়িত করে বলেন দেশ রাষ্ট্র সংস্কার শেষে জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হবে। তিনি বলেন, ১৯৭১ এর যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করলেও সে বিজয় ভারতের পেটে চলে যায়। ১৬ ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠানে আমাদের কাউকে থাকতে দেয়নি ভারত।

তিনি বলেন, ৭১ এর ৪ ডিসেম্বর থেকে যুদ্ধ করে ২০২৪ সালের ৫ আগস্ট বিজয় অর্জন করেছি। তিনি জানান, এই বক্তৃতা অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগামীতে নদী, বন্যা, পাট, ভারত এবং বাংলাদেশ নিয়ে আলোচনা করবো।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version