বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৪ সংসদীয় আসনের গণ অধিকার পরিষদের (ট্রাক মার্কা) প্রার্থী আবুল কালাম গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। মঙ্গলবার হাইকোর্ট বিভাগের আদেশে রিটার্নিং অফিসারের বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।

এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিভিন্ন ধারার বরাত দিয়ে যশোরের রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম গাজীর মনোনয়নপত্র বাতিল করেন। বাতিলের কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী নির্ধারিত সময়ের আগে ঋণখেলাপীমুক্ত না হওয়া।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী আবুল কালাম গাজী হাইকোর্টে রিট পিটিশন (নম্বর-১২১২/২০২৬) দায়ের করেন। শুনানি শেষে আদালত রিট মঞ্জুর করে রিটার্নিং অফিসারের আদেশ স্থগিত করেন এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
হাইকোর্টের এ আদেশের ফলে যশোর-৪ আসনে আবুল কালাম গাজীর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share.
Exit mobile version