বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার সাগরপুর গ্রামে অবস্থিত আফিল এগ্রো লিমিটেডের ব্রয়লার ইউনিট ১ এ আগুন লেগে মেশিনারিজ নষ্ট হয়ে গেছে। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন।

আফিল এগ্রো লিমিটেড ব্রয়লার ইউনিটের ব্যবস্থাপক মানোয়ার হোসেন জানান, বুধবার দুপুরের দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কুলিং প্যাড, এডজাস্টিং ফ্যান, ওয়াটার স্কু, রুম হিটার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন মেশিনারিজ পণ্য পুড়ে গেছে। এতে আর্থিকভাবে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী জানান, খবর পাওয়ার পর আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। তদন্ত না করে আর্থিক ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছেনা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version