বিএনপির দেশ গড়ার পরিকল্পনায় জনগণকে সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা। তরুণদের চিন্তা, স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনার মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যেকোনো প্রান্তের নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের ৩০ থেকে ৬০ সেকেন্ডের একটি রিল ভিডিওতে নিজেদের চোখে দেখা বাংলাদেশ, রাষ্ট্র পরিচালনার ভাবনা, উন্নয়ন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের বিষয় তুলে ধরতে হবে।
প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ হিসেবে সেরা ১০ জন বিজয়ী পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ। এ আলাপচারিতায় বিজয়ীরা সরাসরি নিজেদের ভাবনা, প্রস্তাব ও প্রশ্ন উপস্থাপন করতে পারবেন।
প্রথম ধাপে, অংশগ্রহণকারীরা নিচের ১১টি বিষয়ের যেকোনো একটি বিষয় নির্বাচন করে রিল তৈরি করতে পারবেন।
বিষয়গুলো হলো—
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইনাম (ন্যায়বিচারের সমাধান), প্রবাসী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং ‘আমি যেমন দেশ চাই’।
রিলটির দৈর্ঘ্য সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে রাখতে হবে। এরপর Facebook, Instagram, YouTube অথবা TikTok—এই প্ল্যাটফর্মগুলোর যেকোনো একটিতে রিলটি পোস্ট করতে হবে। পোস্টের ক্যাপশনে অবশ্যই #BangladeshFirst হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
এছাড়া রিলটির লিংক “Bangladesh Nationalist Party–BNP” ফেসবুক পেজে (https://tinyurl.com/AmarBhabnayBD) ইনবক্সে পাঠাতে হবে। নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করলে অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়েছে। তবে সৃজনশীলতার বিবেচনায় রিলের দৈর্ঘ্য সামান্য অতিক্রম হলেও তা গ্রহণযোগ্য হতে পারে।
মূল্যায়ন পদ্ধতি :
প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে ৩০ শতাংশ পাবলিক চয়েস (পোস্টের রেসপন্স) এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়ন বিবেচনায় নেওয়া হবে। জুরি বোর্ড বিষয়বস্তুর উপস্থাপন, সৃজনশীলতা ও সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে নম্বর প্রদান করবে।
রিলের ধরন :
রিল যেকোনো ভিডিও কনটেন্ট হতে পারে—যেমন একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়ভিত্তিক উপস্থাপনা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের সাবমিশনের সময়সীমা ১৬ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০১৩১৪৪৯৩০৬০ ও ০১৯৩১৫৬৯৯২৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
আয়োজকদের মতে, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পথে জনগণের চিন্তা ও কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার একটি গণতান্ত্রিক উদ্যোগ।
