বাংলার ভোর প্রতিবেদক
আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদীছ যুবসংঘ যশোর সাংগঠনিক জেলার আয়োজনে শুক্রবার জুম্মার নামাজের পর প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইসকনকে হিন্দুত্ববাদী এবং সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে আবহমান কাল থেকে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। কিন্তু ইসকন নামক সংগঠন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। তারা ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজনের অপচেষ্টায় লিপ্ত থেকে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না। তাই তদন্ত সাপেক্ষে আমরা ইসকনকে নিষেদ্ধের দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তব্য রাখেন আহলে হাহীছ আন্দোলন যশোর জেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি আবুল খায়ের, আহলে হাদিস যুব সংঘ জেলা সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি হারুন অর রশিদ, অধ্যাপক আকবর হোসাইন, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। পরিচালনা করেন হাফেজ তরিকুল ইসলাম।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version