বাংলার ভোর প্রতিবেদক
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় প্রেসক্লাব যশোরের হলরুমে একর্মশালা করা হয়।

জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমতুল্লাহ বিন হাবিব এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার।

কর্মশালায় সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি খাইরুল বাশার, সাধারণ সম্পাদক আবু এস এম কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ, দফতর সম্পাদক আবু রায়হান এবং প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইমরানুল হক।

দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে আরও কার্যকরভাবে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version