বাংলার ভোর প্রতিবেদক
ডায়বেটিস, কোমর ব্যথা, দৃষ্টিশক্তি কমসহ নানা সমস্যা নিয়ে এসেছেন বছর বাষট্টির আনোয়ারা খাতুন। আনোয়াররা খাতুন জানান, আয় রোজগার করি না, চিকিৎসা করবো কিভাবে ? তাই এখানে ফ্রি চিকিৎসা ও ওষুধ নিয়ে বাড়ি ফিরছি। শুধু আনোয়ারা খাতুন নয়, বছর সত্তরের মুজিবর মোল্লা, কলেজ ছাত্র আহসান হাবীবসহ অসংখ্য নারী পুরুষ এসেছিলেন যশোর শহরের নাজির শংকপুর জিরো পয়েন্ট মোড়ে ডা. শান্তা কনসালটেশন অ্যাণ্ড আল্ট্রাসাউন্ড সেন্টার ও এআরসি ফাউণ্ডেশনের সৌজন্যে এপেক্স ক্লাব অব নড়াইলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে। শুক্রবার সকালে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর এপেক্সিয়ান অধ্যক্ষ তরিকুল ইসলাম।

এপেক্স ক্লাব অব নড়াইলের সভাপতি অধ্যাপক নির্মল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি অধ্যাপক এম আব্দুল গণি, এআরসি ফাউণ্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আলতাফ হোসেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউণ্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম।

আবুল কাসেম জানান, শিশু, স্ত্রী রোগ, পক্ষাঘাত, বার্ধক্যজনিত নানা সমস্যায় আজ অসংখ্য রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। ডা. শান্তা আনসারী, ডা. মণীষা রয় চৌধুরী, ডা. জিএম নুরুল ইসলাম, ডা. বৃষ্টি দত্ত ও ডা. লুবনা জাহান চিকিৎসা সেবা প্রদান করেন। আগামী ৭ দিন শান্তা কনসালটেশন অ্যাণ্ড আল্ট্রাসাউন্ড সেন্টারে সকল রকম পরীক্ষা নীরিক্ষায় ৫০ পার্সেন্ট ছাড় থাকবে বলে জানান তিনি।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version