কালিগঞ্জ সংবাদদাতা
কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। ৫৭০ সালের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তাই মুসলিম উম্মাহ্র জন্য এ দিনটি যেমন আনন্দের, তেমনি শোকেরও।
দিনটি পালন উপলক্ষে সোমবারবাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কালিগঞ্জ শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় তীব্র বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিমের অংশগ্রহণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুল আল্লাহ ধ্বনিতে মুখরিত করে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ও উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা স্থলে সমবেত হয়।

কালিগঞ্জ উপজেলা জশনে জুলুসে কমিটির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান ও হাফেজ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে মাওলানা আয়ুব আলীর সার্বিক সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বিশ্ব নবীজির আগমন উপলক্ষে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইন, থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, মাওলানা মনিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল, মাওলানা আইয়ুব আলী, মাওলানা রমিজ উদ্দিন, মৌলভী মাহমুদ হাসান, মাওলানা কাদের ইসলাম আশিকী, শিক্ষক মাওলানা আব্দুল রহমান, মাওলানা ফারুখ হোসাইন, উপজেলা ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক, মাওলানা জয়নুল আবেদীন, গুনাকরকাটির আওলাদ ডাঃ হাবিবুল্লাহ প্রমুখ।

সর্বশেষে দেশ ও জাতির সকলের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গুনাকর কাটির দরবাহ শরীফের খাদেম মাওলানা আব্দুস সাত্তার আজিজী। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version