কালিগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। ‘মেধা ও সততায় গড়বো দেশ’ এই স্লোগানে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বিকেলে ব্যানার ও বিভিন্ন ফেস্টুনে বর্ণাঢ্য সাজে সজ্জিত র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল, জেলা শাখার সেক্রেটারি জুবায়ের হোসেন, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি রবিউল ইসলাম, উত্তর শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা প্রতিটি মানুষকে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version