কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার সকালে ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ।

সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সদস্য আশেক মেহেদী, সাংবাদিক সাইফুল বারী সফু প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের নেতৃত্বে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি বের করা হয়।

Share.
Exit mobile version