ঢাকা অফিস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেট সংলগ্ন সূচনা কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত এই মসজিদের পূর্বের কমিটিকে গত ১২ মার্চ বিলুপ্ত ঘোষণা করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মামুন-উল- হাসান স্বাক্ষরিত পত্রে নতুন এই কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটি ১২ মার্চ তারিখ থেকে মসজিদের সকল কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমদ মাহবুব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন জলিল। অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ জামাল খান, মোহাম্মদ ইউসুফ, যুগ্ম-সম্পাদক হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ আশিকুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক বাবুল বাদশা সিকদার, সদস্য নাসির উদ্দিন, মোহাম্মদ ওয়াহিদুর রহমান, নাসির আহমেদ, শামস উদ্দিন মিয়া, মোহাম্মদ কবিরুল হাসান (লিটন), কুতুবুল আলম প্রমুখ।
নতুন এই কমিটি মসজিদের পরিচালনা ও উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Share.
Exit mobile version