কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষক বজলুল করিম, কেশবপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষার্থী সোহেল পারভেজ, সোহেল রানা, উষা মনি আখি, শামীমা আক্তার কেয়া প্রমুখ। বক্তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষায় শারীরিক শিক্ষার শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানান। এ সময় তাদের সঙ্গে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version