কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)’র উদ্যোগে আটটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ওই কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রহ্ম, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহমেদ, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম, এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সদস্য শিক্ষক নূরুল ইসলাম খান, ম্যানেজার কামরুজ্জামান রাজু, ভাব বাংলাদেশের স্বেচ্ছাসেবী শাহনাজ আফরোজ প্রমুখ।

ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান বলেন, কেশবপুরে ভাব প্রকল্পভুক্ত আটটি বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের জন্য ২৪০টি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ওই সকল বিদ্যালয়ের ৩০ জন করে দরিদ্র শিক্ষার্থী কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

Share.
Exit mobile version