কেশবপুর সংবাদদাতা

কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম।

আরো বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান,

সদস্য নুরুল ইসলাম খান ও রমেশ দত্ত। আলোচনা শেষে কেরামবোর্ড টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আল ফুয়াদ ও উৎপল দে জুটি, রানার্স আপ আব্দুল করিম ও মতিয়ার রহমান জুটিকে পুরস্কার প্রদান করা হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আব্দুল্লাহ আল ফুয়াদ। রেফারির দায়িত্ব পালন করেন নুরুল ইসলাম খান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version