কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দেড় বছরের শিশু ছোয়া খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কাঠালিয়া গ্রামের রাকিব হোসেনের কন্যা। রোববার বিকেলে উপজেলার কাঁঠালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তেই ঘরের ভেতরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে যায়। গুরুতর দগ্ধ হয় শিশু ছোয়া।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে রোববার রাত আনুমানিক তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মর্মান্তিক এ ঘটনায় কাঠালিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Exit mobile version