কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। মেলার মূল উদ্দেশ্য হলো উপজেলা অঞ্চলের কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা দেয়া এবং কৃষিখাতকে স্বাবলম্বী করা।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচে।

কোটচাঁদপুরের কৃষক তাদের পরিশ্রমে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় খাদ্যশস্য রপ্তানি করেন। সরকারের প্রদত্ত সার, বিজ ও কীটনাশকসহ বিভিন্ন পরামর্শ কৃষকদের সহায়তা করছে।

ইউএনও আরও বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা উৎপাদিত ফসল দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছেন। বাংলাদেশ কৃষিতে বিপ্লব ঘটিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন।

মেলায় বিশেষ অতিথি ছিলেন, সিকদার মোহাম্মদ মুহায়মেন আক্তার, অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ, জিল্লুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আসাদুউজ্জামান, মডেল থানার অফিসার ইনচার্জ, আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ইনকিলাব সংবাদদাতা, আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলায় উৎপাদিত খাদ্যশস্য, ফলমূল ও অন্যান্য কৃষিপণ্য প্রদর্শন করেন। মেলার ১২টি স্টলে কৃষকের উৎপাদিত পণ্য প্রদর্শিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার টিপু সুলতান।

মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দর্শনার্থীর বিভিন্ন শ্রেণির মানুষ।

Share.
Exit mobile version