কোটচাঁদপুর সংবাদদাতা

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ফারুক হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন চালক সালাহ উদ্দিন (২৪)।

রোববার রাতে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের আনারুলের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাত ৯টার দিকে ফারুক হোসেন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও ফারুক হোসেন রাস্তায় ছিটকে পড়েন। এতে ফারুক হোসেন ও চালক সালাহ উদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উভয়েরই শারীরিক অবস্থার অবনতিতে যশোর আড়াই’শ শয্যা হাসপাতালে রেফার করেন। যশোরের চিকিৎসক ফারুক হোসেনকে আশংকাজনক অবস্থায় রাতেই ঢাকায় পাঠান।

সোমবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। ফারুক হোসেন কোটচাঁদপুর পৌর এলাকার গাবতলা পাড়ার বাসিন্দা।

Share.
Exit mobile version