কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোররাতে পৌর শহরের সলেমানপুর গ্রামের একটি বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সলেমানপুর গ্রামে অভিযান চালিয়ে বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি .২২ ক্যালিবারের একনলা বন্দুক এবং একটি এয়ারগান উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস ও মালিক শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version