কোটচাঁদপুর সংবাদদাতা

‎‘হাসি মুখে রক্তদান, বাচঁতে পারে লক্ষ প্রাণ’ এ স্লোগানে ‎ঝিনাইদহের কোটচাঁদপুর ব্লাডব্যাংকের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন কমিটি ঘোষণা ও শুভাকাক্সক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩ টার সময় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে সাবেক সভাপতি মাস্টার মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রটারি আব্দুল আলিমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, পরিচালক ও হরিণদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক, সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন, সভাপতি মিলন আহমেদ, প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের কমিটির সদস্যবৃন্দ। বক্তারা সকলকে রক্ত দান করতে এবং উৎসাহ প্রদান করার আহবান জানান।

‎ এ সময় কোটচাঁদপুর ব্লাডব্যাংকের থিম সং ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয় এবং প্রোগ্রাম শেষে ব্লাডব্যাংকের বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Share.
Exit mobile version