বাংলার খেলা প্রতিবেদক

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন যশোরের মাসুদুর রহমান টনি। তিনি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক জাতীয় দলের ফুটবলার ও ক্রীড়া সংগঠক এ ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন। টনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার ও যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির উপ-পরিচালক (ট্রেনিং)।

অ্যাডহক কমিটিতে সুযোগ পেয়েছেন যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির সিনিয়র সহকারী কোচ ও সাতক্ষীরার কৃতি সন্তান মোহাম্মদ ইমাদুল হক খান। তিনি সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-সচিব (এনডিসি) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

কমিটির সদস্যরা হলেন, পদাধিকার বলে খুলনা বিভাগীয় কমিশনার সভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সদস্য সচিব। এছাড়া কমিটিতে সুযোগ পেয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস ও আব্দুর রাজ্জাক রাজ, শ্যুটার ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি খন্দকার তুহিন আহমেদ, সাবেক খেলোয়াড় ও আইনজীবী অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, সাবেক ফুটবলার আসিফ কাজল, ছাত্র প্রতিনিধি মাজহারুল ইসলাম শিহাব ও ক্রীড়া সাংবাদিক শেখ দিদারুল ইসলাম।

মাসুদুর রহমান টনিকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় যশোরবাসীসহ ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা গর্বিত ও আনন্দিত। তারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ক্রীড়া উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version