চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা উপলক্ষে শনিবার বেলা ১১ টায় চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল আহমেদ। প্রধান শিক্ষক শাহাজান কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান ও থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মহব্বত হোসেন, গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আজম আশরাফুল প্রমুখ।
এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামানকে শিক্ষক সমিতি ও শিক্ষক নেতারা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানান।
উল্লেখ্য, এই বিদায়ী কর্মকর্তা ১৯৯৪ সালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কর্মজীবন শুরু করে চৌগাছা উপজেলার শিক্ষা কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শেষ করেন।
অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠান শেষে একই মঞ্চে চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
##
শিরোনাম:
- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যশোর শহর সম্মেলন অনুষ্ঠিত
- শার্শায় ২৩ টি ইটভাটার মধ্যে ২০ টিই অবৈধ
- মাগুরায় ভোর থেকেই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
- যশোরের প্রতিটি সেক্টরে উন্নয়নের চাকা সচল করবো : অমিত
- যশোরে যৌথবাহিনীর অভিযানে ১১টি ককটেলসহ একজন আটক
- স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- পরীক্ষার ডিউটি ফেলে কোচিংয়ে শিক্ষক, হাতেনাতে ধরলেন অধ্যক্ষ

