চৌগাছা সংবাদদাতা

‘পানি লাগবে পানি’ ‘ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’ ‘আমার নতুন বাংলাদেশদ ‘বল বীর, উন্নত মম শির’ দকারার ঐ লৌহ কপাটদআমরা স্বাধীনদ তারুণ্য শক্তি, তারুণ্যেই জয়দএমন সব লেখা জ্বলজ্বল করছে যশোরের চৌগাছার বিভিন্ন দেয়াল ও সড়কে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও শহর পরিষ্কারের সাথে এবার নিজেদের শহরের দেয়ালকে রাঙালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে গোটা চৌগাছা।

সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চৌগাছা সরকারী শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনসহ বিভিন্ন সড়কের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়। এসব গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনঃগঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিমার্ণের চাওয়া ও জানা অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে উঠে।

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের রাশেদুল ইসলাম রিতম, আজিমুর রহমান সোহান, ইয়াসিন আরাফাত, ঐশিক দেওয়ান, নাইমুর রহমান, মাশফি অমিয়, তামিম হোসেন, আশিকুল ইসলাম মিথুন, মার্জিয়া খাতুন, সোহানা খাতুন, ইভা খাতুন, তারমিহিম, তপু ইসলাম, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের শরিফা খাতুন, ঐশী খাতুন, চৌগাছা সরকারি কলেজের ইভা খাতুন, তিষা খাতুনসহ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version