জীবননগর সংবাদদাতা
জীবননগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল দশটা হতে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশন সূত্র জানায়, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সর্ববৃহৎ এ বৃত্তি পরীক্ষা ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ সময় কেন্দ্র পরিদর্শন করেন, কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রাইড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ রানা, রাখি প্রি ক্যাডেট স্কুলের পরিচালক খোকন বিশ্বাস, পৌর কিন্ডারগার্টেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আর নূর ইসলামিয়া একাডেমির প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন শাপলাকলি আদর্শ বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক আবু বক্কর এবং সার্বিক সমন্বয় করেন হাসাদাহ শিশুকুঞ্জ স্কুলের প্রধান শিক্ষক ও কিণ্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব।

Share.
Exit mobile version