বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলার ঝিকরগাছার লাউজানি হতে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি ও পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকার রয়েল স’ মিলের দক্ষিণ পাশ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে পিরোজপুর সদরের নরখালি গ্রামের সন্ত্রাসী রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ (৫৫), এবং খুলনার খানজাহান আলী থানাধীন যোগীপোল গ্রামের হেমায়েত শেখ মেহেদী হাসানকে (৩০) আটক ও একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি এবং পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিজেদের দখলে রেখেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও চুরি মামলা রয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version