ঝিকরগাছা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিরা সুলতানার নির্বাচন পরিচালনা পৌর বিএনপি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ঝিকরগাছা বিএনপির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত থেকে নির্বাচনী প্রস্তুতি, প্রচার কৌশল, সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা পৌর কমিটির আহ্বায়ক রুহুল আমিন সুজনসহ বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং কেন্দ্রভিত্তিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন।

সভায় নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version