ঝিনাইদহ সংবাদদাতা

চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বক্তব্য ঘিরে ঝিনাইদহে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা এবং তাদের সঙ্গে ছিল সাধারণ মানুষ। সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের হামদহ মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। তাদের দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে কেন্দ্রীয় ঘোষিত এক দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। পরে তারা শহরের পায়রা চত্বরে অবস্থান নেয়।

তাদের অবস্থান চলাকালে দুপুরে ১টার দিকে শুরু হয় বৃষ্টি। এর মধ্যেই শিক্ষার্থীরা অবস্থান নেয় পায়রা চত্বরে। পরে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এর ভাষণ ঘিরে তাদের সঙ্গে আরও যোগ দিতে থাকে সর্বস্তরের মানুষ। তখনো তারা এক দফা দাবির পক্ষে স্লোগান অব্যাহত ছিল। তবে মিছিলের আগে ও পরে এবং বর্তমান সময় পর্যন্ত শহরে দেখা যায়নি পুলিশ কিংবা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তাদের। তবে শহরে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সকলকে সেনা প্রধানের ভাষণ শোনার জন্য মাইকিং করা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বরে বৃষ্টির মধ্যেই সেনা প্রধান বক্তব্য দেবেন এ কথা শুনে রং খেলায় মেতে ওঠেন। অনেকেই উঁচু উঁচু স্থানে উঠে জাতীয় পলাতক ওড়াচ্ছেন। এ সময় শিক্ষার্থীরা জানান, আমরা আশাবাদী সেনা প্রধান যে বক্তব্য দেবেন এতে আমাদের দাবির প্রতিফলন হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version