নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা এলাকায় এক বাড়িতে চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সিরাজ শেখের বাড়িতে এ চুরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক ৯টার দিকে রাতের খাবার খেয়ে ওই বাড়ির সকলে শুয়ে পড়েন। ঘরের এক কক্ষে ছিলেন সিরাজ শেখ স্ত্রীসহ আর অন্য কক্ষে ছিলেন ছেলে আবু সাইদ শেখ ও তার স্ত্রী। পরদিন শুক্রবার সকালে ওই বাড়ির কারো কোন সাড়া-শব্দ ছিল না।

এরই মধ্যে আশপাশের লোকজন গিয়ে দেখতে পান তাদের ঘরের দরজা খোলা আর মেঝেতে এলামেলো অবস্থায় তারা পড়ে আছে। এছাড়া ঘরের কাপড় চোপড়, সোকেস-আলমারি তছনছ করা।

এক পর্যায়ে তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহত চার জনের মধ্যে সিরাজ শেখ ও তার স্ত্রী রক্তাক্ত জখম হয়েছেন এবং তারা অচেতন। ফলে ওই বাড়ি থেকে কি পরিমাণে টাকা বা জিনিসপত্র চুরি হয়েছে তা জানা যায়নি।

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ শেখ জানান, ধারণা করা হচ্ছে, বিশাক্ত চেতনা নাশক দ্বারা এ চুরি হতে পারে। বাড়ির মালিক সিরাজ শেখ জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে ভর্তি। তিনি সুস্থ্য না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

তবে তিনিসহ তার স্ত্রী বেদম মারপিটের শিকার হয়েছেন। এ বিষয়ে ডুমুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, এ ধরনের খবর আমি এখানো জানতে পারিনি। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।

Share.
Exit mobile version