বাংলার ভোর প্রতিবেদক
নওয়াপাড়ার ব্যবসায়ীর চেক চুরি ও জাল স্বাক্ষর করে ডিজঅনারের অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। নওয়াপাড়ার মেসার্স জাফ্রিদী এন্ট্রারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবির টিপু বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোলেহ রানা অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো,অভয়নগরের সিরাজকাটি গ্রামের বাসিন্দা ও নওয়াপাড়ার ফয়সাল ব্রাদার্সের মালিক এসএম আরাফাতুর রহমান ও গুয়াখোলা কলেজ রোডের মাহামুদুল হাসান মোগল লিপু।

মামলার অভিযোগে জানা গেছে, শাহনেওয়াজ কবির টিপু নওয়াপাড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত ২৪ ফেব্রুয়ারি টিপু ব্যবসায়ীক কাজে নিজ প্রাইভেট কারে যশোর আসছিলেন। নওয়াপাড়া বাজারের মধ্যে মাহামুদল হাসানের দেখা হয়।

এ সময় তিনি টিপুকে, যশোর যাবেন বলে জানান। টিপু সম্মতি দিলে তার প্রাইভেট কারে মাহামুদুল হাসান ও তার শ্যালক আরাফাতুর রহমান ওঠেন। গাড়ির মধ্যে একটি ব্যাগে ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেক বই রাখা ছিল। পথিমধ্যে যশোর সদরের রূপদিয়া বাজারে পৌঁছে টিপু গাড়ি থামিয়ে খাবার পানি কিনতে যান। পরে যশোর এসে তিনি দেখেন তার ব্যাগটি খোলা এবং কাগজপত্র এলোমেলো করা। একই সময় তিনি দেখতে পান তার ইসলামী ব্যাংকের চেক বইয়ের একটি স্বাক্ষর বিহীন চেকের পাতা নেই। বিষয়টি আসামিদের জানালে তারা অস্বীকার করেন। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি টিপু কোতয়ালি থানায় একটি জিডি করেন। গত ৩১ জুলাই টিপু একটি লিগ্যাল নোটিশ পান। যাতে আসামিরা তার কাছে ১ কোটি ১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা পাবে বলে উল্লেখ করা হয়েছে। গত ৯ আগস্ট টিপু আসামিদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চেক চুরি ও জাল স্বাক্ষর কথা বললে তারা অস্বীকার করেন। চুরি করা চেক ফেরত চাইলে আসামিরা ১ কোটি ১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা দাবি করে। চেক উদ্ধারে ব্যর্থ হয়ে ব্যবসায়ী টিপু চুরি ও জালিয়াতির অভিযোগে গত ৮ সেপ্টেম্বর আদালতে এ মামলা করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version