আশাশুনি সংবাদদাতা
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে নির্বাচনী প্রচার গাড়ি থেকে লিফলেট নিতে গিয়ে ভ্যান গাড়ি চাপায় নুসরাত নামে এক শিশুর মর্মান্তিক মুত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় বুধহাটা-বাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কুল্যা গ্রামের মামুন শিকারীর মেয়ে।

জাতীয় সংসদ নির্বাচনে প্রচার গাড়ি সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কুল্যা সাহাজী পাড়ার কাছে পৌছালে গাড়ী থেকে ফেলা লিফলেট নিতে শিশু নুসরাত (৭) রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির মটর চালিত ভ্যানগাড়ি তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়লে ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে নুসরাতের মৃত্যু হয়। রাতেই তার মৃতদেহ বাড়িতে আনা হয়। শনিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে মরহুমাকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের চায়া নেমে এসেছে।

Share.
Exit mobile version