আশাশুনি সংবাদদাতা
নির্বাচন কমিশনের আচরণবিধিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দিনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।

১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩ টায় মহেশ্বরকাটে ঝাটিকাটা গ্রামের ও বিকেল চারটায় গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ কালী মন্দির প্রাঙ্গণে পথসভা করেন তিনি।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় কালীগঞ্জের মৌতলা ইউনিয়নের কতবেলতলা মোড়ে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বেশ কিছু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

আরও পড়ুন .. ..

সাতক্ষীরায় সড়কে ত্রিমুখি সংঘর্ষ মা ও ছেলে নিহত, আহত-৬

তফশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা উপক্ষো করে অনুষ্ঠিত এসব নির্বাচনী গণসংযোগ এবং পথসভা অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘন করে কাজী আলাউদ্দিন একাত্তরের প্রসঙ্গ টেনে জামায়াতের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, “যারা ৭১-এ এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মা-বোনের সম্ভ্রম হরণ করেছে, সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করেছে-তারা আজ কোন মুখে ভোট চাইতে আসে? জামায়াত রাজাকার ও আলবদরদের দল, তারা জাতীয় বেঈমান।”

এ সময় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে কোস্টাল বেল্টের মানুষের দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং এলাকাকে সুপেয় পানির আওতায় আনা হবে।

Share.
Exit mobile version