সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার পাটকেলঘাটায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে থানার জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন, জুজখোলা গ্রামের ইব্রাহিম সরদার (৪৫), নাইম হোসেন (১৯), তৈলকুপি গ্রামের আরিজুল গাজী (২২) ও নোয়াকাটি গ্রামের জুবায়ের আহম্মেদ জনি ওরফে রাসেল (২০)।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, আটক চোর চক্রের কাছ থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

উল্লেখ্য, পাটকেলঘাটা থানা এলাকার চৌগাছা ও যুগিপুকুরিয়া গ্রাম থেকে বিগত দু-দিনে দুইটি মোটরসাইকেল চুরি হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version