বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি যশোর জোনের কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিস্ট আংশিক কমিটিতে আব্দুল করিম তোতাকে সভাপতি ও ইঞ্জিনিয়ার ইমরান বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সোমবার বেলা ১১টায় যশোরস্থ জয়তি সোসাইটির তৃতীয় তালায় সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক কোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মখফুর রহমান জান্টু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক যাহাতাব হোসেন, দপ্তর সম্পাদক সাগর, ক্রীড়া সম্পাদক নিপিন কুমার মন্ডল।

সাবেক কমিটির সভাপতি আব্দুল করিম তোতার সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ শাহবাজ আলী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বির করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ মাহমুদ উজ্জ্বল, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পলাশ সরকার। সভায় যশোর জোনের আটটি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আসা ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version