বাঘারপাড়া সংবাদদাতা

যশোরের বাঘারপাড়া উপজেলায় শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধের প্রতিবাদ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ধারাবাহিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে বাঘারপাড়ায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রুত শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন।

একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচার সভার আয়োজন করে বাঘারপাড়া পৌর ও উপজেলা বিএনপি।

সভায় দলের নেতারা বর্তমান সরকারের সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

শাকসু নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘারপাড়ায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Share.
Exit mobile version