বাংলার ভোর প্রতিবেদক

যশোর পৌরসভার ৮নং ওয়ার্ড বেজপাড়ার বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে পৌরসভার কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে পৌরসভায় লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বেজপাড়া তালতলা রাস্তার সংযোগ সড়কটি স্থানীয় “১২ ঘর কলোনি”র কিছু বাসিন্দা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় জনসাধারণের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রায় আধা কিলোমিটার পথ ঘুরে তালতলা বাজারে যেতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিশুরা, যাদের প্রতিদিন অনেকটা পথ ঘুরে স্কুলে যাতায়াত করতে হয়। পৌরসভার আওতাধীন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ থাকায় এলাকাবাসীর অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অধিবাসীদের পক্ষে রেশমী আক্তার, সানজিদা খাতুনসহ ২৪ জন এই আবেদনে সমর্থন জানিয়েছেন।

তারা পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, অনতিবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলার পাশাপাশি এর প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে। এই পদক্ষেপ এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে তারা মনে করছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version