বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোল বন্দরের এক কর্মকর্তাকে অপহরণ করে ৭৫ হাজার টাকা চাঁদা আদায় ও বিজিবির কাজে বাঁধা প্রদানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকালে বেনাপোল পোর্টথানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, বন্দর কর্মকর্তা অপহরণ মামলার আসামি বেনাপোল পৌরসভার তালসারি গ্রামের নজরুল, বিজিবি দলকে সরকারি কাজে বাঁধা দানের ঘটনায় ভবারবেড় গ্রামের নাজমুল ও মিরাজ।

এছাড়া চুরি মামলায় গ্রেফতার যশোরের বারান্দি পাড়ার আবু সাঈদ (২২) ও সাগর (২৫)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, গ্রেফতারদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version