বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল পোর্ট থানাধীন বাহারদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি বাঁশ বাগানে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এ সময় বাহাদুরপুর গ্রামের কেসমত আলী (৩৮) কে আটক করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির স্বীকারোক্তি মতে, বাগানের ভেতর শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে থেকে লুকিয়ে রাখা ৮০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে জব্দকৃত ফেনসিডিলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করে র‌্যাব।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version