সাতক্ষীরা সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানো সাতক্ষীরার শাহীন হোসেনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি।
রোববার বিকেল সাড়ে ৩টায় বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এ সহায়তা তুলে দেন।

গুলিবিদ্ধ শাহীন হোসেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে।
বিজিবি অধিনায়ক সংবাদ সম্মেলনে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে সাতক্ষীরা দিবানৈশ কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র শাহীন হোসেন। তাকে বিজিবির পক্ষ থেকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে উপধ্যক্ষ ময়নুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন, নাজমুল হাসান রনি, মোহিনী তাবাসসুমসহ আরো অনেকে

বিজিবি অধিনায়ক আরো জানান, এর আগে গত ২৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরের আসিফ হাসানের পরিবারসহ আন্দোলনকালীন সময়ে আহত আশাশুনি উপজেলার প্রতাপনগরের আমান উল্লাহ ও সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখী গ্রামের জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Share.
Leave A Reply

Home
News
Notification
Search
Exit mobile version