মাগুরা সংবাদদাতা

চলমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার সাম্প্রদায়িক উস্কানিমূলক ভুয়া খবর ও গুজবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক সমাজ।

রোববার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এম ফেরদৌস রেজার সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশ থেকে দেশের চলমান পরিস্থিতিকে বিরোধপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতীয় মিডিয়ায় উস্কানিমূলক সংবাদ প্রচারের প্রতিবাদ জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ হাসান খান কিজিল, অ্যাড. কাজী সিরাজ উদ্দিন মিহির, টিপু সুলতান, মো. অপু, ক্রীড়া সংগঠক জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ অন্যরা।

Share.
Exit mobile version